টাঙ্গাইলের সখীপুরে পাইপ ভেঙে সড়কে দুর্ভোগ পোহাচ্ছে চলাচলকারী মানুষ। প্রায় দুই মাস ধরে সখীপুর-ঘাটাইল উপজেলার ধলাপাড়া সড়কে এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সড়কের মাঝখানে দিনদিন ধরে গর্তটি বড় হচ্ছে। ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে জানায় স্থানীয়রা।
সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার সবচেয়ে জনগুরুত্বপূর্ণ এই সড়কের পৌর এলাকার তরুপল্লীর সামনে সড়কের মাঝখানে একটি গর্ত, যা দিনদিন বেড়েই চলছে। এতে সিএনজি, অটোভ্যান, প্রাইভেটকার ঝুঁকি নিয়েই চলাচল করলেও বড় যানবাহন প্রায় চলাচল বন্ধ।
স্থানীয়রা জানায়, পানি নিষ্কাশনের জন্য দীর্ঘদিন আগে এখানে একটি পাইপ দেওয়া হয়েছিল। সেই পাইপ ভেঙে প্রায় দুই মাস ধরে দুর্ভোগ পোহাচ্ছি।
সখীপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক-ই রাসেল বলেন, সখীপুর বাজার থেকে এই সড়কের দুই কিলোমিটার জুড়ে খানাখন্দ ও পাইপ ভেঙে জনদুর্ভোগ সৃষ্টি। এই সড়ক দিয়ে আটটি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে এবং বিভিন্ন মালামালের যানবাহন চলাচল করে। তাই দ্রুত সময়ের মধ্যে এই দুর্ভোগের সমাধান চাই।
সখীপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. জলিল মিয়া বলেন, ওইখানে একটি ইউড্রেনের প্লান করে টাঙ্গাইল পাঠানো হয়েছে। আশাবাদী জরুরি ভিত্তিতে প্লান পাশ হবে।
বিডি প্রতিদিন/এমআই