টাঙ্গাইলের সখীপুরে জাহানারা আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার শালগ্রামপুর উত্তর পাড়া গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই এলাকার প্রবাসী লিটন মিয়ার স্ত্রী এবং নলুয়া গ্রামরে জয়নাল আবেদীনের মেয়ে। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা নিয়েছে পুলিশ।
পারিবারিক কোলহের কারণেই ফাঁসি দিয়ে অত্মহত্যা করেছে বলে প্রতিবেশীরা জানায়।
পুুলিশ জানায়, ফাঁসি দিয়ে আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। ময়না তদন্তের রিপোর্টে হত্যা প্রমান হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম