টাঙ্গাইলে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪০৪ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। আজ মঙ্গলবার টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জালফৈ ও আশিকপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন- দিনাজপুরের চাঁদপুর এলাকার আব্দুল ওয়াদুদ (৪৭), একই জেলার বৈগ্রামের মশিউর রহমান (৩০), রংপুরের হরিরম্মল এলাকার জাহিদ হাসান (২৫) ও একই জেলার বড়রুপাই এলাকার প্রদীপ চন্দ্র রায় (৪১)।
এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪০৪ বোতল ফেনসিডিল, ৪টি মোবাইল ফোন এবং নগদ ১৩শ’ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর