কুড়িগ্রামে চাঞ্চল্যকর বিড়ি শ্রমিক ও অনার্স শিক্ষার্থী বাপ্পী হত্যাকারীর গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে পুরাতন শহর থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে দু’দফায় মানববন্ধন করে।
এসময় বক্তব্য রাখেন নিহত বাপ্পীর মা বিউটি বেগম, চাচা খালেকুল ইসলাম, ছোট ভাই বেলাল হোসেন, প্রতিবেশী কালাম ও স্বপ্না প্রমুখ।
বক্তারা বলেন, ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও খুনি খোকন ইসলাম এখনো গ্রেফতার হয়নি। তাকে দ্রুত গ্রেফতার করার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ৩০ মে বিকেলে কুড়িগ্রাম পুরাতন রেল স্টেশন সংলগ্ন একটি বিড়ি ফ্যাক্টরিতে কাজ ভাগাভাগি নিয়ে খোকন ইসলাম নামে এক শ্রমিকের সাথে বাপ্পীর দ্বন্দ্ব হয়। এর পরিপ্রেক্ষিতে কাঁচি দিয়ে কারখানার ভেতরে বাপ্পীর মাথার পেছনে ঘাড়ে আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় বাপ্পী।
ঘটনার পরদিন ৩১ মে বাপ্পীর মা বিউটি বেগম খোকন ইসলামকে বাদী করে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্ত খোকন ইসলামকে গ্রেফতার করতে না পারায় বাপ্পীর স্বজন ও প্রতিবেশীরা সড়ক অবরোধসহ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি চালিয়ে আসছে।
বিডি প্রতিদিন/এমআই