কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একজন ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব-১৫ এর সিপিসি-১ ক্যাম্পে একজন মহিলা অভিযোগ দায়ের করেন যে, তার মেয়ে গত ১৪ মে আনুমানিক সকাল ৮ টায় কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও সে বাড়িতে না ফিরায় অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করা হয়। বিষয়টি র্যাব-১৫ অবগত হয়ে র্যাবের একটি আভিযানিক দল সোমবার টেকনাফ থানাধীন গোদারবিল এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, ভিকটিমকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম