শরীয়তপুর সদর উপজেলা পরিষদে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, সিনিয়র সহকারী জজ মো. সালাউদ্দিন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ মো. খালেদ, উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘড়াই, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা খাতুনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর