নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শেরপুর জেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশ করেন।
আজ শনিবার দুপুরে শহরে বিক্ষোভ শেষে শহরের জেলা বিএনপি কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, এই সরকারের কাছে দাবি করে লাভ নেই। রাজপথে অধিকার আদায় করে নিতে হবে। আন্দোলনের ডাক দিলেই শেরপুর বিএনপি রাজপথে নামবে।
বিএনপির সভাপতি মাহমুদুল হাসান রুবেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, বিএনপি নেতা ফজলুল কাদের লাভলু, এডভোকেট সিরাজুল ইসলাম, এটিএম আমির হোসেন, মামুনুর রশিদ পলাশ, আবু রায়হান রুপন, যুবদল সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, যুবদল নেতা সফিকুল ইসলাম। সমাবেশের আগে অসুস্থ খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন