দিনাজপুরের চিরিরবন্দরে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে নুরুজ্জামান নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের ভাটিয়াশাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান (৪৫) চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের এলাহী পাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে এবং সে পেশায় একজন ভ্যানচালক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে তিনি নামাজ আদায়ের পূর্বে আম পাড়ার উদ্দেশ্যে মসজিদ-সংলগ্ন একটি আমগাছে ওঠেন। এক পর্যায়ে তিনি আমের একটি শুকনো ডাল ভেঙে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় রানীবন্দর বাজারে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথে ১০ মাইল এলাকায় তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
বিডি প্রতিদিন/এএম