নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও অনাকাঙ্ক্ষিত বাজেট পাশের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আলাইপুরে অস্থায়ী কার্যালয়ে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজু, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষারসহ দলীয় নেতা-কর্মীরা।
দলীয় কার্যালয়ে কর্মসূচি পালনের সময় বিএনপির কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা শোডাউন দেয়। যে কোনো ধরনের সহিংস ঘটনা এড়াতে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা