বরিশালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ক্যাম্পাসে বিনা অনুমতিতে ৬/১০ ইঞ্চি পরিমাপের উৎপাদক গভীর নলকূপ স্থাপনকালে মালামাল জব্দ করেছে সিটি করপোরেশন। গত শুক্রবার রাতে অভিযানকালে গভীর নলকূপ স্থাপনে ব্যবহৃত ৪ ইঞ্চি ব্যাসের মোট ৪৯ টি বোড়িং পাইপ ও একটি কম্প্রেসার মেশিন জব্দ করা হয়।
বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বিসিক অভ্যন্তরে করপোরেশনের অনুমতি না নিয়ে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিলো। খবর পেয়ে করপোরেশনের পানি সরবরাহ শাখার কর্মকর্তারা শুক্রবার রাতে সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেয় এবং নলকূপ স্থাপনে ব্যবহৃত মালামাল জব্দ করে। নিয়মানুযায়ী সিটি করপোরেশনের অনুমতি নিয়ে গভীর নলকূপ স্থাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন