প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ। সংগঠনের বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে শনিবার বিকেলে নগরীর কালী বাড়ি রোডের সেরনিয়াবাত বাড়িতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ দলের জেলা ও মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আগামী দিনে বিএনপিসহ বিরোধী জোটের অরাজকতা রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
বিডি প্রতিদিন/এএম