জয়পুরহাটে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বাক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বাক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জয়পুরহাটের জেলা মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার দোলন, সহ সভাপতি মৌসুমি আক্তার, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা আক্তার রুপালী, মনির আক্তার কেমি, সাংগঠনিক সম্পাদক সাবরিনা আফরিন রনি, নিশি ইয়াসমিন রুপা। পরিচিতি সভা শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/এএম