গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম-আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোনজুরে মওলা পলাশ, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা অভিযোগ করে বলেন, সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। তাই জনগণের কথা চিন্তা না করে সকল প্রকার দ্রব্যমূল্যের দাম দিন দিন বাড়লেও তা হস্তক্ষেপে কোনো ব্যবস্থা নেয়নি।
বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, জেলা মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার দোলন, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা খানম রুপালী ও সাংগঠনিক সম্পাদক নিশি ইয়াসমিন রুপা।
বিডি প্রতিদিন/আবু জাফর