ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল থেকে ৮২ বোতল ফেন্সিডিলসহ মোহম্মদ রমজান (২০) একজন আটক করেছে র্যাব ৭। শনিবার দুপুরে তাকে ফেন্সিডিলসহ আটক করা হয়। রমজান চট্রগ্রামের কোতোয়ালি থানার গোয়ালপাড়া এলাকার মোহাম্মদ আবুলের ছেলে।
র্যাব ৭ ফেনীর অধিনায়ক জাবের আল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এক পর্যায় জিজ্ঞাসাবাদে এবং তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ফেন্সিডিলের বোতলগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮২ হাজার টাকা। রমজানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম