প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী।
পৌর আওয়ামী লীগের আয়োজিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, জেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মাস্টার, অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভুইয়া মান্না, ফরিদা ইয়াসমিন লিকা, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর প্রমুখ।
এর আগে বিকেলে একই স্থানে সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুইয়ার আয়োজনে কোরআন খতম, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম