গফরগাঁও সরকারী কলেজ ও ময়মনসিংহ- এ কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুর বিসিএস শিক্ষা সমিতির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
রবিবার সকাল ১১টায় সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা সমিতির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা, ইউনিট সভাপতি উপাধ্যক্ষ মো. মনজুরুল ইসলাম, ইউনিট সম্পাদক উজ্বল কুমার রায়, সহযোগী অধ্যপক মো. খালিদুজ্জামান। বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানানোর পাশাপাশি শিক্ষকদের কর্মস্থলে নিরাপত্তা জোরদার করার কথা বলেন।
সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ফরিদপুরের সকল কলেজসমূহে ১ ঘণ্টার কর্মবিরতী পালন করেন শিক্ষক-শিক্ষিকারা।
বিডি প্রতিদিন/হিমেল