নেত্রকোনার কেন্দুয়া-ইশ্বরগঞ্জের নান্দাইল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজির সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।
সোমাবার দুপুরে চকপাড়া খানকা শরীফ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নাজমুল হক ভূইয়া (৩৫)। তিনি মদন উপজেলার ত্রিয়শ্রী গ্রামের মৃত আব্দুর রহিম ভূইয়ার ছেলে।
আহতরা হলেন-কেন্দুয়া উপজেলার পানগাঁও গ্রামের আমিনুল হকের স্ত্রী দিপালী (২২), তার শিশুপুত্র আবিব (আড়াই বছর) ও নাজমুল হকের ছেলে আবু হানিফ (৪)।বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, উপজেলা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই