নেত্রকোনার কেন্দুয়া-ইশ্বরগঞ্জের নান্দাইল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজির সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।
সোমাবার দুপুরে চকপাড়া খানকা শরীফ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নাজমুল হক ভূইয়া (৩৫)। তিনি মদন উপজেলার ত্রিয়শ্রী গ্রামের মৃত আব্দুর রহিম ভূইয়ার ছেলে।
আহতরা হলেন-কেন্দুয়া উপজেলার পানগাঁও গ্রামের আমিনুল হকের স্ত্রী দিপালী (২২), তার শিশুপুত্র আবিব (আড়াই বছর) ও নাজমুল হকের ছেলে আবু হানিফ (৪)।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, উপজেলা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই