পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক আবু জাফর প্রদীপ হত্যা মামলার মূল আসামী সোহাগ হাওলাদারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। গত ১১ জুন ঢাকার উত্তরা থেকে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
জমি নিয়ে বিরোধের জের ধরে সে একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে সোহাগ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার রাতে সোহাগ প্রথমে বরিশাল গিয়ে একদিন অবস্থান করে। এরপর চাঁদপুর, কুমিল্লা হয়ে ঢাকায় আত্মগোপন করে। এ সূত্রধরে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ ও গত ৫ জুন দিবাগত রাত একটার পর উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে পুলিশ সাংবাদিক প্রদীপের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে ধারালো চাকু দিয়ে পেটের ডান পাশে ও ডান হাতে আঘাত করে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেয়।
পুলিশ ওই রাতেই রক্তমাখা চাকুটি উদ্ধার করে। ওই রাত থেকেই পলাতক ছিল সোহাগ। এ ঘটনায় গত ০৬ জুন প্রদীপের স্ত্রী জিনিয়া আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
আবু জাফর প্রদীপ দৈনিক গণকণ্ঠ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি। এ ছাড়াও কলাপাড়া সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিভিন্ন ব্যবসার সাথেও জড়িত ছিলেন প্রদীপ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল