মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খানের বদলির আদেশ কার্যকর করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়েছে, মেহেরপুর পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে বদলিকৃত মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খানের বদলির আদেশ কার্যকর করতে নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করেছেন। উপরোক্ত আদেশ কার্যকর করে নির্বাচন কমিশনকে অবহিত করতে পুলিশ মহা-পরিদর্শককে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে মেহেরপুর পৌরসভার আওয়ামী লীগ প্রার্থী ও ৮ কাউন্সিলর প্রার্থী নির্বাচন কমিশনের মেহেরপুর সদর থানার ওসি শাহ দারার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর আগে গত ১৩ এপ্রিলের মধ্যে সদর থানার ওসি শাহ দারা খানকে বদলির ছাড়পত্র নিতে খুলনা রেঞ্জ ডিআইজি নির্দেশ প্রদান করলেও তিনি ছাড়পত্র গ্রহণ না করে বহাল ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর