ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে হালুয়াঘাট উপজেলার মেঘ শিমূল এগ্রো ফিসারিজে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ার, সাবেক এমপি আবুল বাশার আকন্দ, সাবেক এমপি শাহ্ নূরুল কবীর শাহীন, গৌরীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আহমেদ তায়েবুর রহমান হীরন, নান্দাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী সহ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র আজিজুল হক পিকুল।
আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ।
বিডি প্রতিদিন/এএ