মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভাড়াউড়া রেলওয়ে ক্রসিং এর সামনে এ দুর্টঘনা ঘটে।
জিআরপি পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে পরে ওই ব্যক্তির মৃত্যু হয়। বয়স আনুমানিক ৩৫।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন পাল বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসি। লাশ ময়নাতদন্তদের জন্য মর্গে প্রেরণ করব। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্য মামলা রেকর্ড করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম