কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনার পাড়া এলাকায় জমি সক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ইটের ঢিলের আঘাতে আব্দুল গফুর (৫০) নামে এক বৃদ্ধ খুন হয়েছে।
নিহত ব্যক্তি সাবরাং ইউনিয়ন শাহপরীরদ্বীপ ৮নং ওয়ার্ড কোনার পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। মঙ্গলবার (২১শে জুন) সন্ধ্যা ৬টায় শাহপরীর দ্বীপ কোনার পাড়া এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৮নম্বর ওয়ার্ড কোনার পাড়া এলাকার মো. ছৈয়দ (৫০), মো. এমরান (২৭), মো. আকতার কামাল (২৫), সখিনা, রশিদা ও সেতারাদের সাথে প্রতিবেশী একই এলাকার জাফর আলম প্রকাশ জবুরের মধ্যে জমি সক্রান্ত বিরোধ গত এক বছর যাবত চলে আসছে।
এ ঘটনার জের ধরে সন্ধ্যায় জাফর আলমের ভগ্নিপতি আব্দুল গফুর শাহপরীর দ্বীপ কোনার পাড়া এলাকায় উক্ত স্থানে দেখতে গেলে প্রতিপক্ষের ইটের ঢিল ও লাঠির আঘাতে আব্দুল গফুর (৫০) নিহত হয়।
এ বিষয় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, শাহপরীর দ্বীপে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তি নিহত হওয়ার খবর শুনেছি। এখনো পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল