নাটোরের লালপুরে ওয়ার্কার্স পাটি ও আখচাষী নেতা শহীদ কমরেড আ. সালামরর ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করেছে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির নেতা-কর্মীরা। দিনটি উপলক্ষে আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের ক্যান্টিন গেটে সংলগ্ন অবস্থিত শহীদ আঃ সালামের স্মরণে স্মৃতি স্তম্ভে পুষ্পপস্তবক অর্পণের মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আঃ রউফ সরকার,শ্রমিক নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ