২৬ জুন, ২০২২ ১৬:৩৪

খাগড়াছড়িতে মাদক দ্রব্য বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে মাদক দ্রব্য বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়িতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদক দ্রব্য খাগড়াছড়ি সহকারী পরিচালক মো. হালিম রাজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। তিনি মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে সকলের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখে খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিজবাহুদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার কেএইচএম এরশাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মিঠুন চাকমা। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর