রোটা বর্ষ-২০২২-২৩ উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র আয়োজনে এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিস চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান ফারহা দীবা খান সাথী’র সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটা. মো. মশিউর রহমান বাবু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান রোটা. আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের উর্ধ্বতন সহ-সভাপতি রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র অ্যাসিসটেন্ট গভর্ণর রোটা. এনছান বাহার বুলবুল, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক শাহাজান কবির, ইমিডিয়েট প্রেসিডেন্ট রোটা. শফিউল ইসলাম, রোটা. সৈয়দ হাসান মাহমুদ, রোটা. আশরাফুল করিম ধনি, রোটা. হাবিবুর রহমান হাবিব, রোটা. মাহমুদুল হক সাগর প্রমুখ। এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সদস্য ও রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল