৩ জুলাই, ২০২২ ১২:১৪

একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে হাওরের পানিতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সমাজসহিলদেও ইউনিয়নের উপিয়ারকোনা গ্রামে গত শনিবার বিকালে এ ঘটনা ঘটে। শিশু দুটি ওই এলাকার আনোয়ার হোসেন আনুর কন্যা মারজিয়া আক্তার (৯) ও চাচাতো বোন বাচ্চু মিয়ার কন্যা ইভা আক্তার (৭)। 

মোহনগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রাশেদুল ইসলাম জানান, গ্রামের হাওরের খালপাড়ে ব্রিজের উপর খেলছিল শিশুরা। এসময় গোসলে নেমে পড়ে ইভা আক্তার নামের ৭ বছরের শিশুটি। পড়ে তাকে দেখে চাচাতো বোন ৯ বছর বয়সি মারজিয়া আক্তার বাঁচাতে পানিতে নামলে দুজনেই তলিয়ে যায়। এটি দেখে অন্য শিশুরা বাড়িতে গিয়ে খবর দিলে খুঁজাখুঁজি শেষে মাছ ধরার জাল ফেলে এক ঘণ্টা পর শিশু দুটির মরদেহ ওই স্থান থেকেই উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে সহয়তা করে। 

এদিকে কলমাকান্দা উপজেলা সদরের বিশারা গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় ঘরের পাশেই পানিতে পড়ে গিয়ে নুসরাত নামের তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যার পানিতে ডুবে গত ১৫ দিনে ৫ শিশুসহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর