কক্সবাজারের টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই নারীসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) ভোররাতে টেকনাফ পৌরসভার ইসলাবাদ এলাকার আটক নুর ইসলামের বাড়ি থেকে ২০ হাজার ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (৬ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম রউফ বুলবুলের নেতৃত্বে ফোর্স নিয়ে টেকনাফ পৌরসভার ইসলাবাদ এলাকার আটক নুর ইসলামের বসত-বাড়িতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ড ইসলাবাদ এলাকার দীল মোহাম্মদের ছেলে নুর ইসলাম (৪০), গাজীপুর জেলার কালিয়াকৈর সফিপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে রাজু আহম্মেদ (৪৮), তাদের সাথে থাকা দুই নারীকেও আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিদেরকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল