ত্যাগের মহিমায় চুয়াডাঙ্গায় পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আজ রবিবার জেলার সাত শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এবং পুলিশ সুপার জাহিদুল ইসলাম পুলিশ লাইন্স ময়দানে নামাজ আদায় করেন।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, জেলার সাত শতাধিক ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/ফারজানা