নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকাল ১০টায় গোগনগর ইউনিয়নের সৈয়দপুরে ব্রিজের নিচে এই ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম মিরাজ। তিনি শহিদনগর মো. আব্দুল খায়ের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
ফায়ার সার্ভিস ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ৫ বন্ধু মিলে নদীতে সকাল ১০টার দিকে গোসল করতে আসেন। দুপুর একটার দিকে মিরাজ নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ করছেন।
নিখোঁজ মিরাজের বন্ধু সাকিব জানান, ঈদের ছুটি পেয়ে ১২ জুন রাতে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী আজ বুধবার সকালে ৫ জন মিলে আসেন। দুপুর ১টায় ৪ জন নদী থেকে উঠতে পারলেও নিখোঁজ হন মিরাজ। এরপর থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।
এদিকে, মিরাজের নিখোঁজের খবরে অসুস্থ হয়ে পড়েছেন তার বাবা আব্দুল খায়ের।
বিডি প্রতিদিন/আবু জাফর