ময়মনসিহের ফুলপুরে শিশুপুত্রকে নিয়ে গোসল করতে গিয়ে খালি হাতে ফিরলেন বাবা বিল্লাল হোসেন। নদীর খাড়া পাড় থেকে পড়ে শিশু শুয়াইব (৪) নিখোঁজ হয়েছে। বুধবার বিকালে ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা তালুকদানা দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বাবা বিল্লাল ওই গ্রামের বাসিন্দা ও ঢাকায় একটি সুয়েটার ফ্যাক্টরির শ্রমিক। তিনি বলেন, ছেলেকে নিয়ে কংশ নদীতে গোসল করতে গেলে হঠাৎ সে খাড়া পাড় থেকে নদীতে পড়ে তলিয়ে যায়। পরে তাকে বহু খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি।
ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আল আমিন বলেন, আমি ছুটিতে আছি। তাই বিষয়টি জানি না।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার রাতে বলেন, শিশুটিকে এখনো পাওয়া যায়নি। তবে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ