ফরিদপুর শহরের কমলাপুর মাটিয়া গোরস্তান সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে শেখ শামসু (৭৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায় ওই ব্যক্তি। পরে তার পকেটে থাকা ভোটার আইডি কার্ড দেখে পরিচয় নিশ্চিত হয় স্থানীয় এলাকাবাসী। তিনি ফরিদপুর সদর উপজেলার গদাধর ডাঙ্গী গ্রামে মৃত শেখ বানুর ছেলে।
রাজবাড়ী রেল পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর