ভোলার লালমোহনে বাসে উঠতে গিয়ে রাস্তায় ছিটকে পড়ে চিত্তরঞ্জন দাস (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত চিত্তরঞ্জন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের বাসিন্দা। তিনি পেশায় লন্ড্রির ব্যবসায়ী ছিলেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে লালমোহন উপজেলার ডা. আজাহার উদ্দিন কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে একটি বাস চরফ্যাশন থেকে ভোলার দিকে যাচ্ছিল। পথে কলেজের কাছে হাতের ইশারায় বাস থামাতে বলেন চিত্তরঞ্জন। চালক বাসটি না থামিয়ে গতি কিছুটা কমান। এসময় চলন্ত বাসে উঠতে গিয়ে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। এরপর ওই বাস তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন