মানিকগঞ্জের ঘিওর উপজেলার সোলধারা গ্রাম থেকে সুমী আক্তার নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে স্বামী রুপকের বাড়ি থেকে স্ত্রীর এই মহদেহ উদ্ধার করা হয়।
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবণী জানান, আজ দুপুর আড়াইটার দিকে ফোনে এক ব্যক্তি জানান- আত্মীয় আহতের ঘটনায় থানায় ডিডি করা দরকার। এ কথা শুনে আমরা ঘটনাস্থলে এসে দেখতে পাই ঘরের ভেতরে স্ত্রীর লাশ পড়ে আছে। আহত শাশুড়ি সাভারের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। নিহতের স্বামী ও শাশুড়ির সঙ্গে কথা বললে বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
বিডিপ্রতিদিন/জুনাইদ আহমেদ