নোয়াখালীতে কথিত জিনের বাদশাসহ ৬ প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলেন আব্দুল মমিন (৬১), ইমাম উদ্দিন রাসেল (৩৫), আজিজুল হক (৪১), মো. নুরনবী মানিক (৪৭), নজরুল ইসলাম (২৬) ও মো. নুর হোসেন (৫০)। বৃহস্পতিবার বিকালে তাদের আদালতে হাজির করা হয়।
এর আগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বেগমগঞ্জ থানা ও সুধারাম থানা এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাদের গেফতার করা হয়। তখন তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি সিম, সিমের খোসা, ১টি ম্যাগনেন্ট ও ১০টি ধাতব মুদ্রা জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার-মোর্তাহীন বিল্লাহ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতাররা ২০১৮ সাল থেকে জিনের বাদশা সেজে প্রতারণার মাধ্যমে লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। এভাবে তারা প্রতারণার মাধ্যমে তিন ব্যক্তি থেকে ১ কোটি পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।
বিডিপ্রতিদিন/জুনাইদ আহমেদ