ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পাঁচমাস পর আজ সুস্থ হয়ে রাজবাড়ীর নিজ বাসভবনে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। আজ বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা নিজ বাসভবনে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
দুপুরে ঢাকার নিজ বাসভবন থেকে দৌলতদিয়া ফেরিঘাটে এসে পৌঁছান কাজী ইরাদত। এ সময় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ফেরিঘাটে তাকে শুভেচ্ছা জানান। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী অংশের দু’পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অভ্যর্থনা জানান।
আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন পর সুস্থ হয়ে রাজবাড়ীতে এসছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কিছুদিন পর অসুস্থ হয়ে পড়েন। এতে করে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের শূণ্যতা তৈরি হয়। সুস্থ হয়ে রাজবাড়ীতে আসার পর আবার দলীয় কার্যক্রম গতিশীল হবে বলে প্রত্যাশা করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কাজী ইরাদত বলেন, নেতাকর্মীদের দোয়ার পাশাপাশি সঠিক চিকিৎসার কারণে আমি সুস্থ হয়েছি। আমি নতুন জীবন নিয়ে রাজবাড়ীতে আসছি। এসময় প্রিয় দল ও রাজবাড়ীর মানুষের জন্য বাকি জীবন উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উল্লেখ্য, এ বছরের ১৮ ফেব্রুয়ারি রাতে নিজ বাসভবনে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন তিনি।
বিডি-প্রতিদিন/শফিক