শোভাযাত্রা, আলোচনা সভা, সেরা মাছ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে নোয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনের দিঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে জেলা শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ও জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেনসহ সফল মৎস্য চাষীরা বক্তব্য রাখেন। পরে সেরা মাছ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ