মৌলভীবাজাররের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যার পদে উপ-নির্বাচনে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। আজ বুধবার সকাল আটটা থেকে এখানে ভোট শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে তেমন ভোটার চোখে পড়েনি। ভোটারদের উপস্থিতি কম থাকায় নিষ্প্রাণ হয়ে আছে ভোট কেন্দ্রগুলো। বিভিন্ন কেন্দ্রে বসে বসে অলস সময় পার করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। বেলা ১টা পর্যন্ত এ উপজেলায় ভোট পরেছে সাড়ে তিন শতাংশ বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা তপনজ্যোতি অসিম।
সরেজমিনে দেখা যায়, বেলা পোনে একটায় সরকারি বালিকা বিদ্যালয় পুরুষ কেন্দ্রে ৬টি বুথে ১০৫টি ভোট পড়েছে। এ কেন্দ্রে মোট ভোটার ২৪৫৫ জন। উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় মহিলা কেন্দ্রে ৬টি বুথে ভোট পড়েছে ৯টি। এ কেন্দ্রে মোট ভোটার ২৪৩৯টি। একই চিত্র ভিক্টোরিয়া উচ্ছ বিদ্যালয় কেন্দ্রে। এখানে ১০টি বুথে ভোট পরেছে ৯৬টি। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪২০৪টি। এই কেন্দ্রে বেলা ১ টায় পর্যন্ত ৭৯৮টি, নারী বুথে কোন ভোট পরেনি। এই দুটি বুথে মোট ভোটার ৮৩৪টি। এছাড়া বেলা দুইটা পর্যন্ত ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ৬৮টি, জাগছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২১৮টি, পৌরসভা ইলিয়াস প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০২টি, কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৫৫টি, আনওয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট পড়েছে ২৫২টি। তবে চা বাগান কেন্দ্র গুলোতে কিছুটা ভোটারের উপস্থিতি চোখে পড়েছে।
এ উপ-নির্বাচন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন প্রার্থী। এরা হলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ৮নং কালিঘাট ইউনিয়ন শাখার সভাপতি কেশব বারই (তালা), শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক পরিমল দাশ (বৈদ্যুতিক বাল্ব) ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন আহমেদ (টিউবওয়েল)।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৭ হাজার ৫৫৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২০ হাজার ৫৮৯ জন এবং নারী ভোটার ১ লক্ষ ১৬ হাজার ৯৭০ জন। ৮০টি ভোট কেন্দ্রে ৫৭৯টি বোথে ভোট গ্রহণ করা হচ্ছে। ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা পদত্যাগ করায় গত বছরের ৯ সেপ্টেম্বর পদত্যাগ করায় এ পদটি শুন্য হয়।
বিডি প্রতিদিন/নাজমুল