ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের সঙ্গে ট্রলির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনার ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত সুজাত আলীর ছেলে মিজানুর রহমান (৬০) ও চাঁদপুর জেলা সদরের জাফরাবাদ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মহিম উদ্দিন (৩৯)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, বুধবার সকালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলির সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হন। কোনো অভিযোগ না থাকায় নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম