হবিগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আজ দুপরে পৌর মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা হয়। পরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি একেএম শামীম, সেবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান মুকুল, মাসুম আজাদ, বাবুল চৌধুরী, উজ্জল বণিক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ