বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুর রহিম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রহিম গাবতলী উপজেলার রামেশ্বাপুর ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামের খোকা মিয়ার ছেলে।
এর আগে ওই গ্রামে রাত ৮টার দিকে রহমিকে ছুরিকাঘাতে আহত করে প্রতিপক্ষরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাত ৯টার দিকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়গুলো নিশ্চিত করেছে ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বেলাল হোসেন। তিনি জানান রহিমের লাশ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম জানান ছুরিকাঘাতে আহত রহিম চিকিৎসাধীন অবস্থার মারা গেছেন। এই ঘটনায় এখনও নিহতের পরিবার মামলা দায়ের করেনি। তাদের প্রতিবেশি ও নিকট আত্মীয়রা জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার সাথে জরিতদের গ্রেফতার পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএ