বুধবার বগুড়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়েছে। এদিন দুপুরে শহরের জেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদ্য প্রয়াত সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সদস্য মেহেদী হাসান রবিন, জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু জাফর সিদ্দিক রিপন, এনামুল বারী টুটুল, প্রভাষক মনিরুজ্জামান মনির, গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুর রাজ্জাক তিতাস, নাজমুল কাদির শিপন, বনি ছদর খুররম, নূরুল আমিন শিশির, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদ, নুরুন্নবী সরকার, আরিফুল হক বাপ্পী, সুলতান মন্ডল সজল, দপ্তর সম্পাদক মশিউর রহমান।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।। এদিন সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং দুপুরে দলীয় কার্যালয়ের সামনে ৩ শতাধিক গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ