জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। বুধবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধির বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। এরপর মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় বাহিনীর উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, ঢাকা রেঞ্জের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও পুলিশ পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পরে তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট কার্যালয় ও শহরের আনসার প্রশিক্ষণ মাঠ পরিদর্শন করেন। এর আগে তিনি সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ পৌঁছে ২৩ আনসার ব্যাটালিয়ান সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে তিনি একটি বৃক্ষের চারা রোপণ করেন।
বিডি প্রতিদিন/এমআই