শরীয়তপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরে উপজেলা জেলা পরিষদের অডিটোরিয়াম প্রাঙ্গনে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক পারভেজ হাসান ।
বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল মিজানুর রহমান, গোলাম কুদ্দুস ভুঁইয়া বন বিভাগীয় কর্মকর্তা, ফরিদপুর, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘড়াই। বাংলাদেশ আওয়ামী লীগের শরীয়তপুর জেলার সাধারণ সম্পাদক অনল কুমার দে।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবকসহ শিক্ষার্থীরা এতে অংশ নেন।
শরীয়তপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথ আয়োজন সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার মোট ১৮টি স্টলে বনজ, ফলদ ও ঔষধী গাছের চারা প্রর্দশীত ও বিক্রি হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্দীপ ঘরাই এ উদ্যোগ গ্রহণ করেন। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিডি প্রতিদিন/এএ