নাটোরে নলডাঙ্গা উপজেলায় শিশুদের সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সভায় নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার সভাপতিত্বে। বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, উপজেলার আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর।
এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন, উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তফা সারোয়ার শাহীন, উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আঃ রহিম, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা শাহিনুর খাতুন, পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কলিম উদ্দিন কলি, বিপ্র-বেলঘড়িয়া চেয়ারম্যান সাজাহান আলী, মাধনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আশরাফুজ্জামান মিঠু ও খাজুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেনসহ শিক্ষক, ইমাম, এনজিও কর্মী সমাজের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। সমাজকর্ম দিবস উপলক্ষে আলোচনা সভা ছাড়াও উপজেলার চত্বরে শোভাযাত্রা বের করা হয়।
বিডি প্রতিদিন/এএ