বগুড়ার শাজাহানপুরে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে এ সভা করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বাল্য বিবাহের কুফল ও প্রতিকারে বিষয়ে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ। সভায় আরো উপস্থিত ছিলেন নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিনুর রহমান জোয়ারদার, প্রধান শিক্ষক শাহ ফরিদ আহমেদ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল নূর, আমরুল ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার (কাজী) আখতার আল আমিন সহ শিক্ষক,অভিভাবক,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/এএম