নারায়ণগঞ্জ শহরের চাঁনমারি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ডিবি।
বৃহস্পতিবার ডিবি পুলিশের বিশেষ অভিযানে গাঁজা বিক্রি করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,বন্দর থানার রোজার গ্রামের আব্দুল আজিজের ছেলে রুবেল (৩২), ফতুল্লা থানার চানমারি গ্রামের আজিমের ছেলে আব্দুল মান্নান (৩৩) ও সদর মডেল থানার, উত্তর চাষাড়া গ্রামের জয়নালের ছেলে রনি (৩০)। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে ও আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম