কক্সবাজারের টেকনাফের হ্নীলা প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি ৯১ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। শুক্রবার ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে আরও আছে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ কেজি কারেন্ট জাল এবং একটি কাঠের নৌকা। এসময় দুই পাচারকারীকেও আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির অধিনায়ক জানান, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি'র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে নৌকার পাটাতনের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস এবং ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মাদকদ্রব্য বহনের দায়ে একটি কাঠের নৌকা এবং ১৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযুক্তরা হলেন টেকনাফ হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার আবুল কাশেমের ছেলে মো. রিয়াজ উদ্দিন (২০) ও একই এলাকার নুর মোহাম্মদের ছেলে সাদ্দাম হোসেন (১৯)।
বিডি প্রতিদিন/ফারজানা