নেত্রকোনার বর্ষীয়ান রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক তফসির উদ্দিন খানের স্মরণে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে মোক্তারপাড়ায় বকুলতলার গ্রন্থাগার হলরুমে স্মরণসভার আয়োজন করে নেত্রকোনা সাধারণ গ্রন্থাগার। ১৩ জুলাই মারা যান অধ্যাপক তফসির উদ্দিন খান।
স্মরণসভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভপতিত্বে বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি। সভার শুরুতে শ্রদ্ধাভাজনের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে গ্রন্থাগার কার্যকরী কমিটির সদস্য সৈয়দা নাজনীন সুলতানা সুইটি প্রয়াতের স্মরণে শোকবার্তা উপস্থাপন করেন। এরপর শোকবার্তাটি একমাত্র ছেলে স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সভাপতি মারুফ হাসান খান অভ্রর হাতে তুলে দেন অতিথি ও জেলা প্রশাসক। এরপর একে একে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিচারণ করা হয়।
বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন নেত্রকোনা পৌর মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।
কর্মজীবনে অধ্যাপক তফসির উদ্দিন খান শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজে অধ্যাপনা করেছেন। এই কলেজেই অধ্যক্ষ হিসেবে ছিলেন। এরপর ১৯৭৫ সালে পূর্বধলা ডিগ্রী কলেজে চলে যান। ২০০৩ সালে অধ্যাপনা জীবন থেকে অবসর নেন। তিনি ১৯৯৩ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। দুইবারের নির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যসহ কচিকাঁচার মেলা এবং বিভিন্ন সামজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা