নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্বশক্রতার জের ধরে ছুরিকাঘাতে ইমন (২৩) নামে এক যুবককে খুনের ঘটনার তিন ঘণ্টার মধ্যে অন্যতম এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মশিউর রহমান রাজু (২৫)। তিনি একই এলাকার মিজানুর রহমানের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, পূর্ববিরোধের জেরে ইমন হত্যা ঘটনার তিন ঘণ্টার মধ্যে মূল আসামি মশিউর রহমান রাজুকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। ইতোমধ্যে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম