গাজীপুরে কালিয়াকৈর উপজেলা সেমিনার কক্ষে শুক্রবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়িত কার্যক্রমের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহম্মদসহ মৎস্য দপ্তরের কর্মচারীরা।
বিডি প্রতিদিন/এএ